• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

অভিযানের ‘দ্বিতীয় ধাপে’ রাশিয়ার নতুন কৌশল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২, ২০২২, ০৩:০৫ পিএম
অভিযানের ‘দ্বিতীয় ধাপে’ রাশিয়ার নতুন কৌশল

সামরিক অভিযানের সপ্তম দিনে ইউক্রেনের বৃহত্তম শহরগুলোতে ব্যাপক বোমাবর্ষণ শুরু করেছে রাশিয়ার সেনাবাহিনী। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, প্রশাসনিক ভবনের পাশাপাশি আবাসিক এলাকাগুলোতে রকেট হামলা চলছে।

বুধবার পূর্বাঞ্চলীয় শহর খারকিভে অন্তত ২১ জন ও পশ্চিমাঞ্চলীয় শহর জাইটোমিরে হামলায় ৪ জন নিহত হয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী কিয়েভের একটি টেলিভিশন টাওয়ারে হামলাতে আরও পাঁচজন নিহত হয়েছে।

পশ্চিমা দেশগুলোর কূটনীতিকরা সপ্তম দিনের অভিযানকে রুশ অগ্রাসনের ‘দ্বিতীয় ধাপ’ হিসেবে মনে করছেন। তাদের দাবি, অভিযানের ছয় দিনের অগ্রগতি বিবেচনা করে কৌশল পরিবর্তন করেছে মস্কো। আল-জাজিরা জানায়, বড় শহরগুলোতে ইউক্রেনের সেনাবাহিনী ও স্থানীয়দের প্রতিরোধ ঠেকাতে আকাশপথে হামলা জোরদার করা হয়েছে।

খারকিভের গভর্নর ওলেহ সিনহুবভ জানান, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম এই শহরের বিভিন্ন স্থানে রাশিয়ার গোলাবর্ষণ ও বোমা হামলা অব্যাহত রয়েছে। আকাশপথে বিমান থেকেও রুশ সেনারা নেমে আসছে।

এর আগে ইউক্রেনে ষষ্ঠ দিনের সামরিক অভিযানে দেশটির পাঁচটি শহর দখলে নেয় রাশিয়া। উপকূলীয় শহর বারদিয়ানস্ক, জাপোরিঝঝায় অঞ্চলের মেলিটপোল শহর ছাড়াও নোভা কাখোভকা, ও বারদিয়ানস্কও এখন রুশ সেনাদের নিয়ন্ত্রণে। তবে রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ পেতে এখনো বেগ পেতে হচ্ছে তাদের।

Link copied!