ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে টানা বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। বানের তোড়ে ভেসে গেছে ১০০ জনের বেশি মানুষ।
এনডিটিভি জানায়, তিরুমালা পাহাড়ের ওপর তিরুপতি মন্দিরে শত শত তীর্থযাত্রী বন্যায় আটকা পড়েছেন। বন্যার কারণে পাহাড়ের আশপাশের ঘাট রাস্তাঘাট ও হাঁটার পথ বন্ধ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার থেকে ভারী বর্ষণের কারণে স্বর্ণমুখী নদী ও চেইয়ুরু নদী প্লাবিত হয়ে এই বন্যার সৃষ্টি হয়। পানিবন্দি হয়ে পড়েছেন বহু মানুষ।
কারাপ্পা জেলায় একটি নদীতে বানের তোড়ে বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম ভেসে গেছে। এ ঘটনায় ৩০ জন নিখোঁজ রয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পরিস্থিতি সামাল দিতে রাজ্যের পাশাপাশি জাতীয় উদ্ধারকারী দল পুরোদমে তৎপরতা চালাচ্ছে। বন্যায় বিভিন্ন স্থানে সড়ক, রেল ও বিমান চলাচল বিঘ্নিত হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রায়ালসিমা অঞ্চল। এছাড়া রাজ্যের চিত্তুর, কাদাপা, কুরনুল এবং অনন্তপুর জেলাগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার কারণে কাদাপা বিমানবন্দর ২৫ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া তামিলনাড়ু ও কেরালায়ও বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে শুক্রবার ভোরে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের মধ্যবর্তী উপকূলে ভারী বৃষ্টি হয়।
নিম্নচাপের দক্ষিণ উপকূলীয় অঞ্চলের রাজ্যগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। তামিলনাড়ু ও পুদুচেরিতেও বন্যার সতর্কতা জারি আছে।