• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

অটোচালকের বাড়িতে মুখ্যমন্ত্রীর নৈশভোজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ০২:৫১ পিএম
অটোচালকের বাড়িতে মুখ্যমন্ত্রীর নৈশভোজ

পাঞ্জাবের আসন্ন নির্বাচনের জন্য প্রচার চালাচ্ছে ভারতের দিল্লির শাসক দল আম আদমি পার্টি (এএপি)। প্রচারে যোগ দিয়ে বিভিন্ন সভায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল।

সোমবার (২২ নভেম্বর) পাঞ্জাবের লুধিয়ানায় অটো ও ট্যাক্সিক্যাব চালকদের নিয়ে নির্বাচনী প্রচারে যোগ দেন তিনি। এসময় সমর্থকদের উদ্দেশ্যে কেজরিয়াল বলেন, “আমি আপনাদের একজন বড় ভক্ত। আমি নিজেও অটোতে চড়ি।”

সেসময় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন এক অটোচালক বলেন, “স্যার, আপনি তো অটো চালকদের অনেক সাহায্য করেন। আপনি কি এই গরীব অটোওয়ালার বাড়িতে একদিন দাওয়াতে আসবেন? আমি আপনাকে মন থেকে আমন্ত্রণ জানালাম।”

জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “অবশ্যই, আজ রাতেই আসি?”

অরবিন্দ কেজরিওয়ালের প্রতিক্রিয়ায় উল্লাসে ফেটে পড়েন ভক্তরা। এরপর অটোচালক খুশি হয়ে বলেন, “আজ রাতেই আসুন”

কেজরিওয়াল আরও জিজ্ঞাসা করেন, “আমি কি আমার সঙ্গী ভগবন্ত, হরপাল সিংকে নিয়ে আসতে পারি? আমরা সবাই নৈশভোজে আসব।”

অটোচালক সায় দিলে “কেজরিওয়াল জিন্দাবাদ” স্লোগান দিতে থাকে উপস্থিত জনতা।

এরপর আম আদমি পার্টির সোমবার রাতে সেই অটোচালকের বাসায় নৈশভোজের আমন্ত্রণ গ্রহণ করেন কেজরিয়াল। রাতের খাবারের পর তিনি হিন্দিতে টুইট করে জানান, “দিলিপ তিওয়ারি (অটোচালক) তার বাড়িতে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তার পরিবার আমাদের অনেক আপ্যায়ন করেছে। খাবারও বেশ সুস্বাদু ছিল। আমি তার পরিবারকেও দিল্লিতে আমার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছি।”

Link copied!