পশ্চিমবঙ্গের চার পৌরসভার ভোটে আবারও দাপট দেখিয়ে জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। মোট ২২৬টি আসনের মধ্যে ৮৮ শতাংশ আসনেই জয় পেয়েছে রাজ্যের ক্ষমতাসীন দল।
শনিবার ভোটগ্রহণ শেষে সোমবার ফল প্রকাশ হয়েছে পৌরসভা নির্বাচনের। আনন্দবাজার ও হিন্দুস্তান টাইমসের তথ্যমতে, তৃণমূল সব মিলিয়ে ১৯৮টি আসনে জিতেছে। মোট ১২টি ওয়ার্ডে জয় পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। আর বামদল ৭টি, কংগ্রেস ৫টি ও অন্যান্যরা ৪টি ওয়ার্ডে জয় পেয়েছে।
হুগলির চন্দননগরে মোট ৩২ আসনের মধ্যে তৃণমূলই পেয়েছে ৩১টি আসন। একটি মাত্র ওয়ার্ড জুটেছে বামেদের ভাগ্যে। আর বিজেপি খাতাই খুলতে পারেনি।
শনিবার বিক্ষিপ্ত সহিংসাতার মাঝেই চারটি পৌরসভার নির্বাচন হয়। সোমবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসেই প্রকাশ হয় এই ভোটের ফল।
দুই দিনের মধ্যে ভোটের ফল প্রকাশের উদ্দেশ্যে বিশেষ ব্যবস্থাসহ ভোট গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তা বজায় রাখা হয়। গণনাকেন্দ্রের বাইরে মোতায়েন হয় তিন স্তরের নিরাপত্তা বলয়। আর সশস্ত্র বাহিনী ও দাঙ্গা পুলিশও ছিল গণনাকেন্দ্রের বাইরে।
ফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জয়কে মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করেন। এসময় তিনি বলেন, “যতবার জিতব, তত নম্র হয়ে মানুষের কাজে ঝাঁপিয়ে পড়ব।”