ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের সাত দিনে সীমান্তবর্তী খারকিভ, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী খারসনসহ অন্তত ৬টি শহর নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনারা।
বিবিসি জানায় এক সপ্তাহে এই প্রথম কোনো বড় শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ার সৈন্যরা। তবে রাজধানী কিয়েভের দখল পেতে এখনো বেগ পেতে হচ্ছে তাদের।
বৃহস্পতিবার সকাল থেকেই ব্যাপক বিস্ফোরণে কেঁপে উঠেছে রাজধানীসহ কিছু শহর। বিভিন্ন ভিডিওতে বিমান হামলার পর শহরগুলোতে বিশাল অগ্নিকুণ্ড দেখা যাচ্ছে।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানায়, রাশিয়ার ৬০ কিলোমিটার দীর্ঘ সামরিক বহরটি এখনো কিয়েভ শহরে পৌঁছাতে পারেনি। সেনাবহরে খাদ্য ও জ্বালানির সংকট দেখা দিয়েছে বলেও দাবি করছে তারা।
এদিকে প্রথমবারের মতো ইউক্রেনে রুশ অভিযানে নিজেদের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে রাশিয়া। হামলা শুরুর পর থেকে ৪৯৮ জন রুশ সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১ হাজার ৫৯৭ জন।
অন্যদিকে রুশ সামরিক অভিযানের সপ্তম দিন শেষে ইউক্রেনের নিহত বেসামরিক নাগরিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭ জনে। আহত হয়েছে ৫২৫ জন।
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে ২৪ মার্চ মধ্যরাত থেকে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে এসব হতাহতের ঘটনা ঘটে।