• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

৫০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৪:১০ পিএম
৫০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রুশ সেনা অভিযান শুরুর পর থেকে একাধিক সম্মুখযুদ্ধে ৫০ রুশ সেনা নিহত হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্যের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক সূত্র এই খবর জানায়।

ইউক্রেনের বিবৃতি উল্লেখ করে সংবাদসংস্থা এএফপি জানায়, “প্রায় ৫০ জন রাশিয়ান জবরদখলকারীকে হত্যা করা হয়েছে।” এছাড়াও রাশিয়ার আক্রমণ প্রতিহত দেশটিতে জারি হয়েছে জরুরি অবস্থা।

এর আগে রাশিয়ার ৫টি যুদ্ধবিমান ও ১টি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি জানায় ইউক্রেনের সেনাবাহিনী। মার্কিন সংবাদমাধ্যমে এবিসি নিউজের খবরে এমন তথ্য প্রচার করা হয়।

ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, লুহানস্ক অঞ্চলে এসব রুশ বিমান ও হেলিকপ্টারটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। যদিও রুশ বার্তা সংস্থা আরআইএ জানায়, এই খবর প্রচারের সঙ্গে সঙ্গেই এসব প্রতিবেদন অস্বীকার করেছে রাশিয়া।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) থেকেই দেশে জরুরি অবস্থা চালু করার জন্য বিল পাশ করেছে ইউক্রেনের পার্লামেন্ট। বুধবার ৪৫০ আসনের পার্লামেন্টের ৩৩৫ সদস্য এ আইন সমর্থন করেন।

লুগানস্ক ও ডোনেতস্ক অঞ্চল ছাড়া সমস্ত ইউক্রেনে আগামী ৩০ দিনের জন্য জরুরি অবস্থা জারি থাকবে। ওই দুটি অঞ্চলে আগে থেকেই ইউক্রনের যৌথ বাহিনীর অভিযান চলছে।

এছাড়া জরুরি অবস্থার মাধ্যমে ২২টি অঞ্চলে জনসভা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। দেশের স্থিতিশীলতা নষ্ট হতে পারে এমন সব কর্মকাণ্ডও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

 

Link copied!