সীমান্তে উত্তেজনা নিয়ে রাশিয়া ও ইউরোপীয় জোটের সদস্যদের সঙ্গে বৈঠকের আহ্বান জানিয়েছে ইউক্রেন। উদ্ভূত সংকট নিরসনে ৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়াকে আলোচনার টেবিলে বসতে
পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বছেন, সীমান্তে সেনা মোতায়েনের কারণ ব্যাখ্যা করার আনুষ্ঠানিক অনুরোধ উপেক্ষা করেছে রাশিয়া। তাই রাশিয়ার পরিকল্পনা সম্পর্কে স্বচ্ছতার জন্য ৪৮ ঘন্টার মধ্যে বৈঠকে বসতে অনুরোধ করা হচ্ছে।
কুলেবা আরও বলেন, রাশিয়ার উদ্দেশ্য কী, এ প্রশ্নের স্পষ্ট উত্তর চান তিনি। ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতাবিষয়ক সংস্থা অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো–অপারেশন ইন ইউরোপের (ওএসসিই) সদস্যদের কাছেও নিরাপত্তা ইস্যুতে রাশিয়ার অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রীর দাবি, রাশিয়া যদি পরস্পরের নিরাপত্তাকে গুরুত্ব দেয়, তাহলে অবশ্যই উত্তেজনা কমাতে সামরিক স্বচ্ছতা বজায় রাখতে হবে।
যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া ইউক্রেনে হামলার পরিকল্পনা চালাচ্ছে, এমন কোনো প্রমাণ তিনি পাননি। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ইঙ্গিত করে তিনি বলেন, এ ধরনের অভিযোগ উত্তেজনা বাড়তে পারে।
এর আগে রুশ হামলার আশঙ্কায় ১২টিরও বেশি দেশ নাগরিকদের ইউক্রেন ছাড়তে নির্দেশ দেয়। কিছু দেশ তাদের দূতাবাসের কর্মীদেরও রাজধানী কিয়েভ থেকে সরিয়ে নিয়েছে।
একাধিক সূত্রের বরাতে সিবিএস নিউজ জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে কিয়েভ থেকে তার সমস্ত কর্মী প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।