• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

৩৮ দেশে ওমিক্রন, আতঙ্ক নয় সতর্ক হতে আহ্বান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ০২:৩৬ পিএম
৩৮ দেশে ওমিক্রন, আতঙ্ক নয় সতর্ক হতে আহ্বান

ওমিক্রনের সংক্রমণ বাড়ায় করোনাভাইরাস প্রতিরোধে সব দেশকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকার পরিচালক ড. তাকেশি কাসাই জানান, বিভিন্ন দেশ থেকে অমিক্রন করোনায় আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে।

এএফপি জানায়, এ পর্যন্ত বিশ্বের ৩৮টি দেশে নতুন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে ডব্লিউএইচও। তাই ওমিক্রনের মাধ্যমে করোনার নতুন ঢেউ আসার আশঙ্কায় জন্য সব দেশকে সতর্ক থাকতে বলেছেন কাসাই।

মহামারি প্রতিরোধে করোনার ডেল্টা ধরন প্রতিরোধের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে বলে মনে করছেন তিনি। এক বিবৃতিতে ডব্লিউএইচও জানায়, ওমিক্রন নিয়ে আতঙ্কিত হওয়া উচিত নয়, তবে এটি ঠেকাতে প্রস্তুতি নেওয়া উচিত।

শুক্রবার ডব্লিউএইচওর প্রতিবেদনে বলা প্রায় ৪০টি দেশে ওমিক্রনের সংক্রমণ পাওয়া গেছে জানানো হয়। যদিও এই করোনার সংক্রমণ ক্ষমতা বা এর বিরুদ্ধে টিকার কার্যকারিতা নিয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।

প্রথমবার দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীদের শনাক্ত হওয়া এই করোনার ধরনে দেশটির পাঁচ বছরের কম বয়সী শিশুরাও আক্রান্ত ও হাসপাতালে ভর্তি হয়েছে। যদিও এখনো কোনো দেশে প্রাণহানির খবর পাওয়া যায়নি। ওমিক্রনের বিরুদ্ধে প্রচলিত টিকার দুই ডোজ কার্যকর হবে বলেই আশা করছেন বিশেষজ্ঞরা।

Link copied!