৩০ বছরের পর আবারও কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করল সৌদি আরব ও থাইল্যান্ড। ১৯৮৯ সালের পর থাইল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে বুধবার সৌদি আরব সফর করলেন প্রায়ুথ জান ওচা।
তবে এই সফরকে ছাপিয়ে সামনে এসেছে সৌদি যুবরাজের হীরা জহরত চুরি ও থাই কূটনীতিক খুনের অতীত ইতিহাস। এ ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন ওচা। সম্পর্ক জোরদারে একমত হয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
বিবিসির জানায়, ৩০ বছর আগে থাইল্যান্ডের এক পরিচ্ছন্নতা কর্মী সৌদি আরবে এক রাজকুমারের কাছ থেকে দামী গহনা ও একটি একটি ৫০ ক্যারেট নীল হীরা চুরি করে। পরে এগুলো থাইল্যান্ডে ফিরে অল্প দামে বিক্রি করে দেয় সে।
থাই পুলিশ চুরি যাওয়া সেসব অলংকার উদ্ধার করে সৌদি আরবে ফেরত পাঠালেও তারা অভিযোগ করে, এর বেশিরভাগই নকল। এর জেরে থাইল্যান্ডে দায়িত্বরত সৌদি আরবের তিনজন কূটনীতিককে গুলি করে হত্যা করা হয়। আর চুরির ঘটনায় জড়িত সন্দেহভাজন দুই থাই নাগরিকও রহস্যজনকভাবে প্রাণ হারান।
পরে এ অপরাধের জন্য ঐ পরিচ্ছন্নতা কর্মী ও একজন পুলিশ অফিসার সাজা পান। তবে নীল হীরাসহ সেসব অলঙ্কারের বেশিরভাগেরই হদিস মেলেনি।
বুধবার থাই প্রধানমন্ত্রী ও সৌদি যুবরাজের বৈঠকের মাধ্যমে এই বিবাদের সমাপ্তি হয়। দুই দেশ পর্যটন ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়তে একমত হয়। থাই শ্রমিকরাও সৌদি আরবে কাজ করার অনুমতি ফিরে পায়।