গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৭২৩ জন। তাদের মধ্যে বাংলাদেশের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে আক্রান্ত ২৪ হাজারের বেশি।
কারফিউ, স্বাস্থ্যবিধি আর কঠোর বিধিনিষেধ, কোনো কিছুতেই লাগাম টানা যাচ্ছে না মহামারির। প্রতিদিন বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পশ্চিমবঙ্গে সংক্রমণের হার।
সোমবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতা পুলিশের ৯৯ জন সদস্য। ফলে কলকাতায় আক্রান্তের পুলিশের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫০।
হিন্দুস্তান টাইমস জানায়, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৪৬ জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে মোট করোনা রোগীর সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৮।
হিন্দুস্তান টাইমস জানায়, এই মুহূর্তে সংক্রমণ হারে দেশটির শীর্ষ পাঁচ শহরের মধ্যে রয়েছে কলকাতার নাম। ফলে আতঙ্ক বাড়ছে পশ্চিমবঙ্গে।
সব থেকে বেশি আক্রান্ত পাঁচটি রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় মোট ৪৪ হাজার ৩৮৮ জন আক্রান্ত হয়েছেন।
পাশাপাশি কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, ঝাড়খণ্ড ও গুজরাটেও উদ্বেগ ছড়াচ্ছে করোনা পরিস্থিতি।