যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে মামলা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামলায় ডেমোক্র্যাট দলের আরও ২৬ জন নেতাকে বিবাদী করেছেন ট্রাম্প।
শুক্রবার (২৫ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন হিলারি ক্লিনটন। রাশিয়ার সঙ্গে মিলে অভিযুক্তরা ওই নির্বাচনে জালিয়াতির চেষ্টা করেছেন বলে অভিযোগ তুলেছেন ট্রাম্প। চার বছর প্রেসিডেন্ট থাকার সময়ে ডোনাল্ড ট্রাম্প বারবার যেসব অভিযোগ তুলেছেন, সেই সব অভিযোগই মামলায় আনা হয়েছে।
ফ্লোরিডার ফেডারেল আদালতে ১০৮ পাতার অভিযোগ দায়ের করে মামলা করেছেন ট্রাম্প। মামলায় ক্ষতিপূরণ এবং শাস্তিমূলক খেসারত দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প।
অভিযোগপত্রে বলা হয়েছে, “সংঘবদ্ধভাবে কাজ করে আসামিরা অন্যায়ভাবে ষড়যন্ত্র করেছিল। তারা মিথ্যা বর্ণনা ছড়ায়, রিপাবলিকান বিরোধী প্রার্থী ডোনাল্ড জে ট্রাম্প একটি শত্রু বিদেশি রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করেছে।”
এ বিষয়ে জালিয়াতি মামলায় বিশেষজ্ঞ আইনজীবী জেফ গ্রেল বলেন, “জালিয়াতির দাবি প্রতিষ্ঠা করতে ট্রাম্পকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে। বেসামরিক জালিয়াতির দাবি চার বছরের মধ্যে শেষ করার নিয়ম রয়েছে। তবে এই চার বছর মেয়াদ কখন শুরু হবে, তা নিয়ে বড় ধরনের মতবিরোধ রয়েছে।”
এ মামলায় এফবিআইয়ের সাবেক কর্মকর্তা পিটার স্ট্রজকে আসামি করেছেন ট্রাম্প। স্ট্রজকের আইনজীবী বলেন, “আমরা এখনো অভিযোগপত্র পড়ার সুযোগ পাইনি।”
তবে এই মামলা নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি হিলারি ক্লিনটন ও তার প্রতিনিধিরা ।