• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

হিজাব ছাড়া গাড়িতে চড়তে পারবে না আফগান মেয়েরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১, ০৭:৫৭ পিএম
হিজাব ছাড়া গাড়িতে চড়তে পারবে না আফগান মেয়েরা

আফগানিস্তানে নারীদের গাড়ি চড়া নিয়ে জারি হয়েছে নতুন ফতোয়া। নৈতিকতা বিষয়ক নতুন মন্ত্রণালয়ের নির্দেশিকাতে বেশ কিছু বিধিনিষেধ উল্লেখ করা হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, নারীরা বাড়ি থেকে ৭২ কিলোমিটারের বেশি দূরত্বে ভ্রমণ করতে হলে তাদের সঙ্গে একজন পুরুষ আত্মীয় থাকতে হবে। এছাড়াও ট্যাক্সি কিংবা ভাড়ায় চালিত গাড়িতে চড়তে হলে পড়তে হবে বোরকা কিংবা হিজাব।

এছাড়াও ট্যাক্সি চালকদেরও শুধুমাত্র হিজাব বা স্কার্ফ পরা নারীদের গাড়িতে উঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষেত্রবিশেষে বোরখাও পড়তে হবে নারীদের।

পাশাপাশি পুরুষ চালকদের দাড়ি রাখার পাশাপাশি, নামাজ পড়া ও গাড়িতে গান বাজানো থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক আকিফ মাহাজ ভয়েজ অব অ্যামেরিকাকে বলেন শরিয়াহ বা ইসলামী আইনের সঙ্গে সঙ্গতি রেখেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।

১৫ আগস্ট ক্ষমতা দখলের পর নতুন সরকার গঠন করে তালেবান। তবে দেশটিতে শরিয়াহ আইনের নামে তালেবান সরকারের নানান কঠোর বিধিনিষেধে অতিষ্ঠ অনেকেই।

Link copied!