স্ত্রীর চিতার আগুনে ঝাঁপ দিলেন স্বামী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ০৬:৪০ পিএম
স্ত্রীর চিতার আগুনে ঝাঁপ দিলেন স্বামী

একসময় ভারতবর্ষে স্বামী মৃত্যু হলে তাঁর সঙ্গে একময় স্ত্রীকেও চিতায় পাঠানোর প্রথ চালু ছিল। ১৮২৯ সালে বাতিল হয় সতীদাহ প্রথা। ভারতের ওড়িশা রাজ্যের এক ঘটনায় যেন তারই পুনরাবৃত্তি হল। তবে এক্ষেত্রে স্ত্রী নয়, স্বামীই বেঁছে নিতে চেয়েছিলেন সহমরণের পথ।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ওড়িশার কালাহান্ডির এ ঘটনা ঘটে। মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কালাহান্ডির বাসিন্দা ৫৭ বছর বয়সী রায়বতী সবর। তবে স্ত্রীর অকাল মৃত্যু মেনে নিতে পারেননি স্বামী নীলমনি সবর। 

৬০ বছর বয়সী ওই ব্যক্তি শোকে কাতর হয়ে ঝাঁপ দেন স্ত্রীর জ্বলন্ত চিতায়। প্রত্যক্ষদর্শীরা জানান, চার সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে স্ত্রীর শেষকৃত্যে অংশ নেন নীলমনি।

শ্মশানের স্ত্রীর দেহ চিতায় জ্বালানোর পর বাড়ি ফিরে যাচ্ছিলেন সবাই। এসময় আচমকা নীলমনি ছুটে গিয়ে চিতায় ঝাঁপ দেন। মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন তিনি। কালাহান্ডির এসপি বিবেক সারভানা এ তথ্য নিশ্চিত করেন। 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!