ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাশিয়ার সামরিক অভিযান শুরু পর এ পর্যন্ত সাতজন ঊর্ধ্বতন রুশ সেনা কর্মকর্তাকে হত্যা করেছে তাদের সামরিক বাহিনী। স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে সপ্তম রুশ জেনারেল নিহতের তথ্য জানায় দেশটি।
নিহত রুশ কর্মকর্তা ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ইয়াকভ রেজান্টসেভ। তিনি দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরের কাছে একটি হামলায় নিহত হয়েছেন। রাশিয়ার ৪৯ তম সম্মিলিত সেনাবাহিনীর কমান্ডার ছিলেন রেজান্টসেভ।
তিনি ইউক্রেনে মারা যাওয়া সপ্তম জেনারেল ও সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদা লেফটেন্যান্ট জেনারেল হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
এছাড়া উত্তর-পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর ওপর ইউক্রেনীয় সৈন্যরা আক্রমণ চালাচ্ছে বলে দাবি ইউক্রেনের। সুমি অঞ্চলের গভর্নর দিমিত্রি জিভিটস্কি জানান, তীব্র লড়াইয়ের মাধ্যমে ইউক্রেনীয়রা শিগগীরই বেশ কিছু শহর রুশ দখলমুক্ত করে নেবে বলে আশা করছেন তিনি।
দক্ষিণের খারকিভ অঞ্চলের গভর্নর আরও দাবি করেন, মালা রোহান অঞ্চলের কয়েকটি শহর ও গ্রাম পুনর্দখল করেছে ইউক্রেনীয় সৈন্যরা। ইজিয়াম শহরের চারদিকেও ইউক্রেন সেনাবাহিনী তাদের রক্ষণাত্মক অবস্থান ধরে রেখেছে বলেও জানান তিনি।