দীর্ঘদিন পর ইরানের সামরিক বাহিনী রেভুলোশনারি গার্ড কর্পসের (আইজিআরসি) ওপর থেকে নিষেধাজ্ঞা থেকে তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের নেওয়া সিদ্ধান্ত পরিবর্তন করতে যাচ্ছেন বাইডেন প্রশাসন। তবে প্রশ্ন হচ্ছে হঠাৎ কেন এই নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে মার্কিন প্রশাসন।
মার্কিন সূত্রের বরাতে আইজিআরসিকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বুধবার (১৬ মার্চ) একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করে।
ইরানের এই সামরিক বাহিনীর সশস্ত্র ও গোয়েন্দা শাখাও রয়েছে। ওয়াশিংটনের অভিযোগ ছিল, এসব বাহিনী ব্যবহার করে বিশ্বে সন্ত্রাসী তৎপরতা চালায় ইরান। যদিও সার্বভৌম সরকারের কোন বাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠীর হিসেবে আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত করার এটিই প্রথম ঘটনা।
২০১৯ সালে বাহিনীটিকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সেই সিদ্ধান্ত পাল্টাচ্ছেন। তবে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য দুই পক্ষ কোন শর্তে রাজি হচ্ছে তা জানা যায়নি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আইজিআরসিকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। তবে এর বিনিময়ে তেহরানের কোন প্রতিশ্রুতি ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য হবে সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত করতে পারেনি তারা।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানান, পারমাণবিক চুক্তি সক্রিয় করার আলোচনার কেন্দ্রে রয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার। তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি।
একাধিক সূত্র জানিয়েছে, ইরানের ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে ফের যুক্ত হতে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার সমাধান না হওয়া ইস্যুগুলোর একটি আইজিআরসি। তাই এবার সেদিকে নজর দিচ্ছে মার্কিন প্রশাসন।