হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকার শুক্রবার (১০ ডিসেম্বর) দেশটির রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার।
আনন্দবাজার জানায়, বৃহস্পতিবার বিকেলে তামিলনাডুর সুলুর বিমানঘাঁটি থেকে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমানে জেনারেল রাওয়াত এবং তার স্ত্রীর মরদেহ দিল্লিতে নেওয়া হবে। এরপর দুজনের মরদেহ রাখা থাকবে রাওয়াতের বাড়িতে।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সেনা সর্বাধিনায়কের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আসবেন তার অনুরাগীরা। এরপর কামরাজ মার্গ থেকে শুরু হবে শেষযাত্রা। দিল্লি সেনাছাউনির ব্রার স্কয়ার অন্ত্যেষ্টিস্থলে পূর্ণ সামরিক মর্যাদায় হবে শেষকৃত্য।
এর আগে বুধবার সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে জেনারেল বিপিন রাওয়াত সস্ত্রীক নিহত হয়। দুর্ঘটনায় হেলকপ্টারের ১৪ আরোহীর ১৩ জনের মৃত্যু হয়েছে।
এক টুইটে ভারতীয় বিমানবাহিনী জানায়, আইএএফ এমআই-১৭ ভি৫ হেলিকপ্টারটি চিফ অব ডিফেন্স জেনারেল বিপিন রাওয়াতকে নিয়ে তামিলনাড়ুর কুনুরের কাছে দুর্ঘটনার পড়ে। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
তামিলনাড়ুতে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বুধবার বেলা ১২টা ৪০ মিনিটে বিধ্বস্ত হয়ে কুন্নুরের গভীর জঙ্গলে পড়ে সামরিক হেলিকপ্টারটি। সঙ্গে সঙ্গেই এতে আগুন ধরে যায়। ওয়েলিংটনের ডিফেন্স কলেজে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে যোগ দিতে রওনা করেছিলেন কর্মকর্তারা।