• ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০, ১৩ রমজান ১৪৪৬

লাহোরে বিস্ফোরণে নিহত ২, আহত ১৭


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০২:৫৮ পিএম
লাহোরে বিস্ফোরণে নিহত ২, আহত ১৭

পাকিস্তানের লাহোরে একটি আবাসিক এলাকায় বিস্ফোরণে ২ জন নিহত ও অন্তত ১৭ জন আহত হয়েছে।

এনডিটিভি জানায়, জোহর এলাকার একটি হাসপাতালের কাছে এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমকে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, অনেক দূর থেকে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। ঘটনাস্থলের বেশ কিছু ভবন এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদার। বিস্ফোরণের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়া আহতদের চিকিৎসা সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন বুজদার।

এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের মুখপাত্র।

Link copied!