• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

লতার প্রয়াণে ভারতে দুই দিনের রাষ্ট্রীয় শোক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২২, ০১:৩৪ পিএম
লতার প্রয়াণে ভারতে দুই দিনের রাষ্ট্রীয় শোক

কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকাহত ভারতসহ গোটা বিশ্বের সঙ্গীতাঙ্গন। সুরসম্রাজ্ঞীর প্রয়াণের খবরে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এছাড়াও ঘোষণা করা হয়েছে দুই দিনের রাষ্ট্রীয় শোক। কেন্দ্রীয় সরকারের বরাতে এই খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

৯২ বছর বয়সী কণ্ঠশিল্পীর মৃত্যুর খবরে টুইটারে মোদি লিখেছেন, “এই শোকের কথা ভাষায় প্রকাশ করতে পারব না। লতা দিদি আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের মাঝে যে শূন্যতা তিনি রেখে গেলেন তা পূরণ করা যাবে না। ভবিষ্যত প্রজন্ম তাঁকে ভারতীয় সংস্কৃতির কিংবদন্তী হিসেবে মনে রাখবে। তাঁর সুরেলা কণ্ঠে মানুষকে মন্ত্রমুগ্ধ করার এক অতুলনীয় ক্ষমতা ছিল।”

এসময় মোদি আরও জানান লতার পরিবারের সঙ্গে কথা বলে তাদের সমবেদনা জানিয়েছেন তিনি। তাঁর আত্মার শান্তি কামনা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

কোভিডে আক্রান্ত হওয়ায় ১১ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল লতা মঙ্গেশকরকে। প্রথম থেকেই তাকে রাখা হয়েছিল আইসিইউতে।

হাসপাতালে দীর্ঘ লড়াইয়ের পর রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে মধ্য হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন উপমহাদেশের সংগীতের এই প্রবীণ মহাতারকা। টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমসসহ বেশ কিছু ভারতীয় গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

Link copied!