• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

৭ দিনে ইউক্রেন ছেড়েছে ১০ লাখ মানুষ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ০৩:৫১ পিএম
৭ দিনে ইউক্রেন ছেড়েছে ১০ লাখ মানুষ

রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেন ছেড়েছে প্রায় ১০ লাখ মানুষ। প্রতিদিনই সীমান্তে বাড়ছে আশ্রয়প্রার্থীদের ঢল। জাতিসংঘের বিবৃতির বরাতে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

অভিযানের বিভিন্ন শহরের আবাসিক এলাকাগুলোতে রাশিয়ার বোমা হামলা জোরদার হয়েছে। ফলে রাজধানী কিয়েভসহ অনেক বড় শহরের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে প্রবেশের চেষ্টায় আছেন। এছাড়াও ঘরের নিচে বাঙ্কারে অবস্থান নেওয়ার পাশাপাশি পাতাল রেল ষ্টেশনেও ভিড় করেছেন অনেকে।

অভিযানের ষষ্ঠ দিনে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খারসন দখল করে রাশিয়ার সৈন্যরা। এছাড়াও সীমান্তবর্তী খারকিভ, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী খারসনসহ অন্তত ৬টি শহর নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া।

বিভিন্ন শহরে ১৫ ঘণ্টার বেশি সময় ধরে একটানা বোমা বর্ষণ করা হচ্ছে। ফলে মানবিক বিপর্যয়ের পড়েছে স্থানীয়রা।

আবাসিক অঞ্চলগুলোতে কয়েকশ মানুষ নিহত হয়েছে দাবি করছেন স্থানীয় কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।

Link copied!