ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই সীমান্তগুলোতে ভিড় নামে দেশত্যাগী অসহায় মানুষদের। যুদ্ধের চতুর্থ সপ্তাহে এসে এই সংখ্যা ছাড়িয়ে গেছে ২০ লাখ।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের বরাতে এই খবর জানিয়েছে বিবিসি। হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এক টুইটে উল্লেখ করেন, রাশিয়ার আগ্রাসনের ফলে ইউক্রেনের জনসংখ্যার এক চতুর্থাংশেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে ।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরু হয়। তখন থেকে লক্ষাধিক মানুষ প্রতিবেশী দেশে পালিয়ে গেছে। ২০ লাখের বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে পোল্যান্ড। ৫ লাখের বেশি বেশি ইউক্রেনীয় পালিয়ে গেছে রোমানিয়ায়।
এর আগে রোববার জাতিসংঘ জানায়, রাশিয়ার সামরিক অভিযানে ইউক্রেনের ৬৫ লাখ নাগরিক বাস্তুহারা হয়েছেন। এরমধ্যে ৩২ লাখ মানুষ দেশ ছেড়েছেন। অনেকেই পাশ্ববর্তী বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, সিরিয়া যুদ্ধের চেয়ে দ্রুত ইউক্রেনের নাগরিক বাস্তচ্যুত হচ্ছে। যুদ্ধ চলাকালীন প্রথম তিন সপ্তাহে সিরিয়াতেও এত মানুষ বাস্তুহারা হয়নি। সংবাদ সংস্থা এপি এক প্রতিবেদনে এসব খবর জানিয়েছে।