• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তেল ও সোনার বাজারে আগুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০২:৪৪ পিএম
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তেল ও সোনার বাজারে আগুন

যুদ্ধ মানেই আন্তর্জাতিক সম্পর্কে টানাপোড়েন আর আন্তর্জাতিক বাজারে অস্থিরতা। তাই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন অভিযান শুরুর ঘোষণা প্রভাব ফেলতে শুরু করেছে বিশ্ববাজারে। বিভিন্ন দেশে এরই মধ্যে বেড়ে গেছে সোনার দাম।

হিন্দুস্তান টাইমস জানায়, বৃহস্পতিবার ভারতে এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ১,৪০০ রুপি বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৭৫০ রুপি, যা গত এক বছরে দেশটির সর্বোচ্চ মূল্য।

বিশ্ববাজারেও লাফিয়ে বাড়ছে সোনার দাম। এক আউন্স স্পট গোল্ডের দাম ১,৯২৫ ডলার ছাড়িয়ে গিয়েছে। বর্তমান মূল্য দাঁড়িয়েছে ১,৯৫০ ডলার।

গত ১৩ মাসের মধ্যে সোনার সর্বাধিক মূল্য এটি। বিশেষজ্ঞদের মতে, রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের জেরেই অপরিশোধিত তেল ও সোনার দাম বেড়েছে। এক আউন্স সোনার দাম যেকোনো সময় ২,০০০ ডলারে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে গেছে বৃহস্পতিবার। গত আট বছরের মধ্যে এই প্রথম আন্তর্জাতিক বাজারে ১০০ ডলারের গণ্ডি ছাড়িয়েছে অপরিশোধিত তেলের দাম।

শেয়ারবাজারেও দেখা গেছে এমন অস্থিতিশীল পরিস্থিতি। তাই রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলতে থাকলে বিভিন্ন পণ্যের দাম রেকর্ড পরিমাণে বাড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে।

Link copied!