রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে বৃহস্পতিবার ইউক্রনের সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। মুহূর্তেই সেই খবর ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।
তবে একই সঙ্গে যুদ্ধের বিভ্রান্তিকর অনেক ভিডিও ও ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। বিবিসি জানায়, এসবের বেশ কিছু ইউক্রেন বা পৃথিবীর অন্য কোনো স্থানে ঘটে যাওয়া আগের যুদ্ধের ভিডিও।
এছাড়া অনেকে বিভিন্ন দেশের সামরিক মহড়ার পুরোনো ছবিও ইউক্রেনের যুদ্ধ বলে চালিয়ে দিচ্ছেন। ফেসবুক, টুইটারের মতো সামাজিক মাধ্যমগুলো এসব বিভ্রান্তিকর কনটেন্টের প্রচার ঠেকাতে হিমশিম খাচ্ছে।
বিভিন্ন দেশের যুদ্ধবিমান, গুলি করে বিমান ভূপাতিত করার দৃশ্য ও সামরিক মহড়ার ভিডিও শেয়ার করা হচ্ছে রাশিয়া ও ইউক্রেনের নাম দিয়ে। যদিও রাশিয়া বা ইউক্রেন কোনো দেশের সেনাবাহিনী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেনি।
এসব তথ্য যাচাইয়ের মাধ্যমে অনেক ভিডিও ও ছবি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিচ্ছে টুইটার। এছাড়া ভুয়া খবর ছড়ানো অ্যাকাউন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে সামাজিক মাধ্যমগুলো।