• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাশিয়ায় ব্যবসা স্থগিত করল কোকা-কোলা ও পেপসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৯, ২০২২, ১০:৪০ এএম
রাশিয়ায় ব্যবসা স্থগিত করল কোকা-কোলা ও পেপসি

ইউক্রেনে সামরিক অভিযানের পর থেকে নানা ধরনের পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে পড়ছে রাশিয়া। সেই সঙ্গে নামীদামি সব প্রতিষ্ঠান রাশিয়া থেকে তাদের ব্যবসা সাময়িক গুটিয়ে নিচ্ছে, অথবা স্থগিত করছে। এবার এ তালিকায় যুক্ত হলো কোকাকোলা ও পেপসির মতো কোমল পানীয় নির্মাতা কোম্পানি। 

বিবিসি অনলাইন জানিয়েছে, কোকা-কোলা ও পেপসি রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিত করেছে।

মঙ্গলবার (৮ মার্চ) রাশিয়ায় ব্যবসায়িক কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়ে কোকা-কোলা বলেছে, “ইউক্রেনে এই মর্মান্তিক ঘটনার অযৌক্তিক প্রভাব যেসব মানুষ সহ্য করছেন, আমরা তাদের পাশে আছি।”

এদিকে পেপসি জানিয়েছে, তারা রাশিয়ায় পেপসি কোলা, সেভেন আপ ও মিরিন্ডা বিক্রি করবে না। তবে শিশুদের ফর্মুলা দুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি চালু থাকবে।

Link copied!