• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

রাশিয়ার বিরুদ্ধে ‘যুদ্ধ আইন’ লঙ্ঘনের অভিযোগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৮, ২০২২, ০৬:২০ পিএম
রাশিয়ার বিরুদ্ধে ‘যুদ্ধ আইন’ লঙ্ঘনের অভিযোগ

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে  ‘যুদ্ধ আইন’ লঙ্ঘনের অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ সামরিক অভিযান বিশ্লেষণ করে এমন ইঙ্গিত দেয় সংস্থাটি।

হিউম্যান রাইটস ওয়াচ বলছে, কিয়েভের পশ্চিমে ইরপিনে রাশিয়ার গোলাবর্ষণের সময় যুদ্ধের আইন লঙ্ঘন হয়েছে। ৬ মার্চ ইরপিনের একটি রাস্তার মোড়ে কয়েক ঘন্টা ধরে গোলাবর্ষণ করে রুশ বাহিনী। এসময় শত শত বেসামরিক নাগরিক ওই এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করছিল।

হিউম্যান রাইটস ওয়াচের দাবি, ওই আক্রমণে অন্তত আট জন বেসামরিক লোক নিহত হয়েছে। এছাড়াও বেসামরিকদের ওপর যেভাবে বারবার আক্রমণ চালানো হচ্ছে তাতে রুশ সৈন্যরা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে বলেও আভাস পাওয়া যাচ্ছে – এমন মন্তব্য করেছে সংস্থাটি।

এর আগে সোমবার বিবিসি জানায়, ২৪শে ফেব্রুয়ারি শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত সাড়ে তিনশোর বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলায় এ পর্যন্ত নিহত বেসামরিকের সংখ্যা অন্তত ৩৬৪। এদের মধ্যে অন্তত ২৫ জন শিশু রয়েছে। এছাড়াও হামলায় আহত হয়েছে অন্তত ৭৫৯ জন।

Link copied!