• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রাশিয়ার ওপর ইউরোপের চতুর্থ দফা নিষেধাজ্ঞা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ০৭:৫১ পিএম
রাশিয়ার ওপর ইউরোপের চতুর্থ দফা নিষেধাজ্ঞা

ইউক্রেন ও দেশটির জনগণের ওপর ‘নৃশংস আগ্রাসনের’ প্রতিক্রিয়া জানিয়ে রাশিয়ার বিরুদ্ধে চতুর্থ দফা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিল ইউরোপীয় কমিশন। মঙ্গলবার জোটের সদস্যদের সভায় এই সিদ্ধান্ত ঘোষণা হয়।

নতুন এসব নিষেধাজ্ঞা ক্রেমলিনের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও রাশিয়ার ইউক্রেন আক্রমণের অর্থায়ন বন্ধের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

এসব নিষেধাজ্ঞার আওয়তায় সামরিক ও শিল্পসহ বিভিন্ন খাতে রাশিয়ান রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের লেনদেন, রাশিয়া থেকে ইস্পাত পণ্য আমদানি, ইইউভুক্ত দেশগুলো থেকে রাশিয়ায় বিলাসবহুল গাড়ি, গয়না, ইত্যাদি রপ্তানি ও ইউরোপের বাজারে রুশ পরিষেবা নিষিদ্ধ হচ্ছে। এছাড়াও রুশ ধনকুবেরদের তালিকা করে তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেন চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী। আল-জাজিরা জানায়, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হিসেবে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করবেন তারা।

চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা বলেন, “এই সফরের উদ্দেশ্য ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতার জন্য সমগ্র ইউরোপীয় ইউনিয়নের দ্ব্যর্থহীন সমর্থন নিশ্চিত করা ও ইউক্রেনবাসীর জন্য সর্বোচ্চ সহায়তা উপস্থাপন করা।”

সামাজিক মাধ্যমে এক বার্তায় এসব তথ্য জানান তিনি।

Link copied!