• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

রাশিয়ান টিভির লাইসেন্স বাতিল করল যুক্তরাজ্য


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২২, ০৩:৩৮ পিএম
রাশিয়ান টিভির লাইসেন্স বাতিল করল যুক্তরাজ্য

রাষ্ট্র নিয়ন্ত্রিত রাশিয়ান টেলিভিশন চ্যানেল ‘রাশিয়া টুডের’ (আরটি) লাইসেন্স বাতিল করেছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের গণমাধ্যম সম্প্রচার নিয়ন্ত্রক অফকম এই সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) এক বিবৃতিতে অফকম বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।

বিবৃতিতে অফকম জানিয়েছে, ইউক্রেন ইস্যুতে আরটি ভিন্ন অবস্থান নিচ্ছে। চ্যানেলটি সম্প্রচারের আরটি অনুপযুক্ত। এক অনুসন্ধানে বিষয়টি জানা গেছে।

সংস্থাটি বলছে, “রাশিয়া তার প্রতিবেশীর সার্বভৌমত্বে আক্রমণ চালাচ্ছে। আরটি পরিচালিত হয় রাশিয়ার রাষ্ট্রীয় অনুদানে। আমরা লক্ষ করেছি রাশিয়া নতুন আইন পাস করেছে, যা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।”

রাশিয়ার দাবি, অন্যায়ভাবে আরটির লাইসেন্স বাতিল করেছে অফকম। 

আরটির প্রধান সহকারী সম্পাদক অ্যানা বেলকিনা বলেন, “আরটির সম্প্রচার বন্ধ করা যুক্তরাজ্য সরকারের একটি টুল। এর বেশি কিছু না। তারা ব্রিটিশ নাগরিকদের ও আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থাগুলোকে দেখানোর জন্য এ সিদ্ধান্ত নিয়েছে।”

অ্যানা বলেন, “অফকম ভুল সিদ্ধান্ত নিয়েছে।” 

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হয়। এখনো দুই পক্ষ কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এর জেরে মস্কোর ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন। 

Link copied!