• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রাশিয়ার তেল আমদানি বন্ধ করছে যুক্তরাষ্ট্র


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৮, ২০২২, ০৯:৪১ পিএম
রাশিয়ার তেল আমদানি বন্ধ করছে যুক্তরাষ্ট্র

২৪ ফেব্রুয়ারির ইউক্রেনে সামরিক অভিযান শুরু আগে থেকে এ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে ৫,৫৩২টি নিষেধাজ্ঞা জারি হয়েছে। এবার নতুন আরেকটি নিষেধাজ্ঞা আরোপের চিন্তায় রয়েছে বিশ্ব পরাশক্তি যুক্তরাষ্ট্র।

বিবিসি জানায়, রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি বন্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে দেশটি। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এমন ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রে বড় ধরণের নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছেন বলেই জানিয়েছে বিবিসি। ইউক্রেনে রুশ অভিযানের প্রতিক্রিয়ায় রাশিয়ার ওপর সবশেষ নিষেধাজ্ঞা হতে যাচ্ছে এটি। মূলত মার্কিন আইনপ্রণেতাদের চাপের মুখেই এমন পদক্ষেপ নিতে যাচ্ছে বাইডেন প্রশাসন।

ইউক্রেনে হামলা ও সামরিক অভিযান বন্ধে রাশিয়াকে বাধ্য করতে বিশ্বের অনেক দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। বিবিসির তথ্য অনুযায়ী এসব নিষেধাজ্ঞার প্রায় ২১ শতাংশ জারি করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন মিলে বাকি ১৮ শতাংশ নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়ার ওপর।

এদিকে পশ্চিমারা রাশিয়ার তেল নিষেধাজ্ঞা দিলে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রাশিয়ার তেল নিষেধাজ্ঞায় রাখার ব্যাপারে মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের তৎপরতার পরিপ্রেক্ষিতে এ হুমকি দেয় রাশিয়া।

Link copied!