• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

রামপুরহাট নৃশংসতার প্রধান সাক্ষীর মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ০৮:০৩ পিএম
রামপুরহাট নৃশংসতার প্রধান সাক্ষীর মৃত্যু

পশ্চিমবঙ্গের রামপুরহাটের অগ্নিকাণ্ডে গুরুত্বর আহত এক নারীর মৃত্যু হয়েছে। এর ফলে সেই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে।

হিন্দুস্তান টাইমস জানায়, সোমবার রামপুরহাট হত্যাকাণ্ডের অন্যতম প্রধান সাক্ষী নাজমা বিবির মৃত্যু হয়। রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

২১ মার্চ রাতে বগটুই গ্রামে হামলার সময় নিজ বাড়িতেই ছিলেন নাজমা বিবি। দুষ্কৃতীরা বাড়িতে আগুন দিলে গুরুতর দগ্ধ হন তিনি। পরদিন দমকল কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকরা জানান, তার দেহের ৬৫ শতাংশই পুড়ে গিয়েছে। পরে দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে সংক্রমণ। ক্ষতস্থান থেকে প্রচুর তরল বেরিয়ে যাওয়ায় রক্তচাপ অস্বাভাবিক হয়ে যায়। রবিবার তাকে ভেন্টিলেশনে নেওয়ার পর সোমবার দুপুরে মৃত্যু হয় নাজমার।

তবে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধান সাক্ষীর মৃত্যুতে নানা প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেও কেন তাকে চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হল না সেই প্রশ্ন তুলেছেন অনেকেই।

স্থানীয়দের দাবি, নাজমা বিবিকে নিয়ে রামপুরহাটের অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ১১ জনের। অন্যতম এই সাক্ষীকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে কি না সেই সন্দেহ প্রকাশ করেন অনেকেই।

Link copied!