এক সপ্তাহের বেশি সময় ধরেই বিশ্বজুড়ে সংবাদ শিরোনামে ঘোরাফেরা করছে দুই প্রতিবেশী দেশ রাশিয়া ও ইউক্রেনের নাম। আত্মরক্ষার অযুহাতে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।
এতে করে একদিকে যেমন মানবিক বিপর্যয়ের মুখে পড়ে ইউক্রেন তেমনি অন্যদিকে আগ্রাসনের কারণে বিশ্বজুড়ে সমালোচিত রাশিয়াও। বিবিসি জানায়, ইউক্রেন ও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পক্ষে বিশ্বের বড় শহরগুলোতে প্রতিদিনই বিক্ষোভ ও সমাবেশ অব্যাহত রয়েছে।
জর্জিয়ার রাজধানী তিবলিস, চেক রিপাবলিকের রাজধানী প্রাগে শুক্রবার রাতে রুশ আগ্রাসনের বিরুদ্ধে বিরাট সমাবেশ হয়েছে। এতে ভিডিও কলে যুক্ত হয়ে বক্তব্য দিয়েছেন জেলেনস্কি।
এছাড়াও যুদ্ধবিরোধী সমাবেশ হয়েছে ইউরোপের প্রধান শহর ফ্রাঙ্কফুর্ট, ভিলনিউস, লিওন এবং ব্রাতিস্লাভায়। গত কয়েকদিনে লিসবন, লুসার্ন, লন্ডন, সোল, জার্কাতা ও লা পাজসহ অনেক বড় শহরেই এ ধরণের সমাবেশ হয়েছে।
ইউরোপ ছাড়াও শনিবার এশিয়ার দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ হয়। এমনকি ইউক্রেনের খারসনসহ অনেক শহরেও একই দাবিতে বিক্ষোভ চলছে।