• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

যুদ্ধে ধীরগতি, রেগে ৮ কর্মকর্তাকে বরখাস্ত করলেন পুতিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১১, ২০২২, ০৭:২৫ পিএম
যুদ্ধে ধীরগতি, রেগে ৮ কর্মকর্তাকে বরখাস্ত করলেন পুতিন

ইউক্রেনে আগ্রাসনের মাঝে রাশিয়া সেনাবাহিনীর শীর্ষ আট কর্মকর্তাকে রেগে গিয়ে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ধীর গতিতে যুদ্ধ পরিচালনার জন্যই তাদের এমন পরীণতি বলে জানিয়েছে দ্য সান। 

ইউক্রেনের নিরাপত্তা পরিষদের প্রধান ওলেক্সি দানিলোভ দাবি করেছেন, রাশিয়া এখন পর্যন্ত তাদের আট শীর্ষ কমান্ডারকে বরখাস্ত করেছে। যার প্রধান কারণ যুদ্ধের ধীর গতি। 

দানিলোভ বলেন, ইউক্রেন যুদ্ধে ব্যাপক ক্ষতির সম্মুক্ষীণ হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সৈন্যরা। এই যুদ্ধে নতুন রণকৌশল সাজাচ্ছে রাশিয়া। ইউক্রেনীয়দের হারাতে বেপরোয়া হয়ে উঠেছে রুশরা। কারণ, এখানে আক্রমণের আগে তারা বুঝতেই পারেনি, এদেশের সব শ্রেণিপেশার লোকজন এক হয়ে তাদের বিরুদ্ধে লড়বে।

এদিকে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) নেতাদের ওপরও ক্ষুব্ধ প্রেসিডেন্ট পুতিন। এফএসবি দাবি করেছিল, ইউক্রেনে নতুন নাৎসি গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে। এতে দেশটি ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। এই অবস্থায় সেখানে আক্রমণ চালালে তারা আত্মসমর্পণ করবে। 

শুরু থেকেই ইউক্রেন সরকার দাবি করে আসছে, এই যুদ্ধে রাশিয়ার অসংখ্য সেনার মৃত্যু হয়েছে, অনেক ট্যাঙ্ক ও হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এরই মধ্যে চাউর হলো- প্রতিপক্ষের বিরুদ্ধে সহজে সাফল্য না পাওয়ায় নিজেদের গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ পর্যায়ের কয়েকজন কর্মকর্তাকেও বরখাস্ত করেছে রুশ কর্তৃপক্ষ।

Link copied!