• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

‘যুদ্ধাপরাধ’ ঘটাচ্ছে ইউক্রেন: পুতিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২২, ০৮:৫৫ পিএম
‘যুদ্ধাপরাধ’ ঘটাচ্ছে ইউক্রেন: পুতিন

টানা সামরিক অভিযানের মধ্যে ইউক্রেনকে যুদ্ধাপরাধে দায়ি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে এক ফোনালাপে তিনি এ অভিযোগ করেন।

শুক্রবার (১৮ মার্চ) মস্কো ও কিয়েভের মধ্যে চলমান ইস্যু নিয়ে কথা বলেছেন দুই নেতা। খবর আল জাজিরার।

এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, ওলাফ শলৎজ ও ভ্লাদিমির পুতিন ফোনে আলোচনা করেছিলেন। এ সময় পূর্ব ইউক্রেনে হামলার জন্য দেশটির সেনাদের দায়ি করেন পুতিন।

মস্কো বলছে, দোনেস্ক ও মাকিয়েভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেনের সেনাবাহিনী। তারা এই দুই অঞ্চলের আবাসিক এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করে। এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে।

ক্রেমলিন বিবৃতিতে বলে, “এই যুদ্ধাপরাধ পশ্চিমারা দেখছে না। তারা এই অপরাধ দেখেও এড়িয়ে যাচ্ছে।”

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির জন্য পুতিনের প্রতি অনুরোধ জানিয়েছেন শলৎজ। জার্মান সরকারের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, সমস্যা সমাধানে কূটনৈতিক আলোচনায় গুরুত্ব দেন শলৎজ। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হয়। এখনো দুই পক্ষ কোনো চূড়ান্ত সিদ্ধন্তে পৌঁছাতে পারেনি।
 

Link copied!