প্রায় ৮ ঘন্টাব্যাপী আলোচনার পর যুদ্ধবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিল দুই প্রতিবেশী রাশিয়া ও ইউক্রেন। সীমান্তে গত কয়েক সপ্তাহের সেনা সমাবেশ আর নানান নাটকীয়তার পর এই প্রথম আলোচনার টেবিলে বসল দুপক্ষ।
সিএনএন জানায়, ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘নিঃশর্তভাবে’ স্থায়ী যুদ্ধবিরতি পালনে সম্মত হয়েছেন দুপক্ষের প্রতিনিধিরা। এলিসি প্রাসাদের বৈঠকে ইউক্রেন ও রাশিয়া ছাড়াও জার্মানি ও ফ্রান্সের প্রতিনিধিরাও যোগ দেন। ২০১৪ সাল থেকে পূর্ব ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা চলছে।
সম্প্রতি ইউক্রেন সীমান্তের রাশিয়ার সেনা মোতায়েনের পর মস্কো ও কিয়েভের মধ্যে উত্তেজনা মধ্যে উত্তেজনা বাড়ে। বৈঠকে পর মস্কোর প্রধান আলোচক দিমিত্রি কোজাক জানান, তারা অবশ্যই ‘নিঃশর্তভাবে’ যুদ্ধবিরতি পালন করবে, যদিও পূর্ব ইউক্রেনের অনেক সমস্যা এখনও অমীমাংসিত রয়ে গেছে।
বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনের চলমান সংঘাত নিরসনে গত কইয়েক বছর ধরেই মধ্যস্ততা করছে ফ্রান্স ও জার্মানি। সেই উদ্যোগের ফলেই ২০১৯ সালের পর এই প্রথম যৌথ বিবৃতিতে সই করলো রাশিয়া ও ইউক্রেন।
যদিও পশ্চিমা দেশগুলো ২০১৫ সালে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে কূটনৈতিক সমাধানের জন্য রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখছে।