ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে বিস্ফোরণের ঘটনায় তিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন।
বিবিসি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে মুম্বাইয়ের অদূরে নৌসেনার ডকে আইএনএস রণবীর নামের যুদ্ধজাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
কর্তৃপক্ষ জানায়, যুদ্ধজাহাজ আইএনএস রণবীর-এর ভেতরের কোনো কমপার্টম্যান্টে বিস্ফোরণ ঘটে। জাহাজের অন্য সেনারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের চিকিৎসার জন্য় হাসপাতালে নেওয়া হয়েছে।
বিস্ফোরণে জাহাজটির খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানিয়েছে নৌবাহিনীর কর্তৃপক্ষ। তারা জানান, এ ঘটনার কারণ জানতে একটি কোর্ট অব এনকোয়ারি (তদন্ত) এর নির্দেশ দেওয়া হয়েছে।
যুদ্ধজাহাজ আইএনএস রণবীর তৈরি করেছে সাবেক সোভিয়েত ইউনিয়ন। ১৯৮৬ সালের ২১ এপ্রিল এটি নৌবাহিনীতে প্রথম কমিশন্ডন পায়। ২০২১ সালের নভেম্বর পর্যন্ত উপকূলে নজরদারির কাজে ছিল এই যুদ্ধজাহাজটি।