ভারত, জার্মানি, যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্র তালেবানের বিরুদ্ধে অবস্থান নিলেও পাকিস্তান, চীন ও রাশিয়া এরইমধ্যে তাদের সমর্থন জানিয়েছে। এদিকে আরও এক ধাপ এগিয়ে আফগানিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা শুরু করেছে রুশ গণমাধ্যম।
বিবিসি জানায়, দেশটির বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে রাশিয়ায় সংবাদপত্রগুলো। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদপত্র রসিইসকায়া গেজেটার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছাড়েনি, ‘পালিয়েছে’।
এছাড়াও পররাষ্ট্র নীতি বিষয়ক বিশ্লেষক ফিয়োদোর লুকিয়ানফ আফগানিস্তানের পরিস্থিতিকে ‘চরম বিশৃঙ্খলা’ বলে মন্তব্য করেছে। তিনি বলেন, “মার্কিন মদতপুষ্ট আফগান সরকার তাসের ঘরের মত ভেঙে পড়েছে। আমেরিকানরা ঘরে ফেরেনি, তারা পালিয়েছে।”
এছাড়াও অন্যান্য পত্রিকার শিরোনামে মার্কিন সেনা প্রত্যাহারকে “পশ্চিমা বিশ্ব ও জো বাইডেনের জন্য পাহাড় সমান রাজনৈতিক অপমান” হিসেবেও মন্তব্য করা হয়।
রোববার রাজধানী কাবুল দখলের মাধ্যমে ২০ বছর পর আবারও আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান বিদ্রোহীরা। শান্তিপূর্ণভাবে সরকারকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানায় সশস্ত্র গোষ্ঠীটি।
তবে তালেবানের হাতে পরাজয় নিশ্চিতের পরই সন্ধ্যায় তাজিকিস্তানের উদ্দেশে দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট আশরাফ গনি।