যুক্তরাষ্ট্রের উইসকনসিনে রাজ্যে গাড়ি চাপায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৪০ জনের বেশি।
পুলিশ জানায়, বড়দিনের একটি শোভাযাত্রা চলাকালীন গাড়িটি ভিড়ের উপর তুলে দেন চালক। বিবিসি জানায়, মিলওয়াকির পশ্চিমে ওয়াউকেশা শহরে স্থানীয় সময় রবিবার বিকেল ৪টায় এই ঘটনা ঘটে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে লাল রঙের একটি এসইউভি গাড়িকে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের চাপা দিতে দেখা যায়। পুলিশ প্রধান ড্যান থম্পসন জানান, এতে শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছে।
বিবিসি জানায়, এ ঘটনায় একজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। সন্দেহজনক গাড়িটি আটক করেছে ওয়াকেশা পুলিশ। তবে কর্মকর্তারা বলছেন, এই মুহূর্তে ঘটনাটি সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে না।
আটক সন্দেহভাজন শোভাযাত্রায় লোকদের চাপা দেওয়ার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা অ্যাঞ্জেলিটো তেনোরিও বলেন, “আমরা শোভাযাত্রার মাঝে একটি দ্রুত গতির এসইউভি গাড়িকে বিকট আওয়াজ তুলে আছড়ে পড়তে দেখেলাম। গাড়ির ধাক্কায় ছিটকে পড়া লোকজন তখন গগনবিদারী চিৎকার করছিল।”
এ ঘটনায় শোক প্রকাশ করেন উইসকনসিনের গভর্নর টনি এভারস। একে বিবেকহীন কাণ্ড বলে মন্তব্য করেন তিনি।