• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

যুক্তরাষ্ট্রে সহপাঠীর গুলিতে প্রাণ গেল ৩ শিক্ষার্থীর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১, ১১:২৩ এএম
যুক্তরাষ্ট্রে সহপাঠীর গুলিতে প্রাণ গেল ৩ শিক্ষার্থীর

যুক্তরাষ্ট্রে মিশিগানে একটি স্কুলে বন্দুকধারী এক শিক্ষার্থীর গুলিতে নিহত হয়েছে ৩ শিক্ষার্থী। আহত হয়েছে অন্তত আরও ৬ জন।

দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ডেট্রোয়েটের উত্তরাঞ্চলে অকল্যান্ডে অবস্থিত অক্সফোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী অন্য শিক্ষার্থীদের উদ্দেশ করে বন্দুক দিয়ে গুলি চালায়। ঘটনাস্থলেই কয়েক শিক্ষার্থী নিহত হন। আহত হন স্কুলশিক্ষকসহ বেশ কয়েকজন।

কর্তৃপক্ষ জানায়, স্কুলের একজন ১৫ বছর বয়সী সোফোমোর অন্তত ১১ জনকে গুলি করেছিল। তার সহকর্মী ৩ জন ছাত্রকে হত্যা করে। অন্যরা গুরুতর হন।

মৃতদের মধ্যে রয়েছে হানা সেন্ট জুলিয়ানা (১৪), ম্যাডিসিন বাল্ডউইন (১৭) এবং টেট মাইরে (১৬)। এদের মধ্যে টেট মাইরে হাসপাতালে যাওয়ার পথে পুলিশের স্কোয়াড গাড়িতে মারা যান।

আহত ছাত্রদের বয়স ১৪ থেকে ১৭ বছর হবে বলে পুলিশ কর্মকর্তারা জানান। যাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর রয়েছে। ৪৭ বছর বয়সী শিক্ষকও  গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরের পর জরুরি সহায়তা নম্বরে শতাধিক ফোনকল আসে। জানানো হয়, প্রায় পাঁচ মিনিট ধরে ১৫ থেকে ২০টি গুলি চালানোর ঘটনা ঘটেছে। প্রথম ফোনকল পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই ওই বন্দুকধারীকে আটক করা হয়।

১৬ বছর বয়সী ডেল শ্ম্যালেনবার্গ বলেন, “আমি সেখানে বসেই কাঁপছি। আমি সত্যিই কিছু বুঝতে পারছিলাম না। কীভাবে প্রতিক্রিয়া জানাব!”

স্থানীয় পুলিশ আরও জানায়, বন্দুক হামলার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়। স্কুলে অভিযান চালানো হয়েছে। স্কুলে কোথাও কেউ আটকা পড়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হয়েছে পুলিশ।

অভিযান শেষে পুলিশ নিশ্চিত করেছে,  বন্দুক হামলায় ১৫ বছর বয়সী ওই কিশোর একাই অংশ নেয়। হামলাকারীর কাছ থেকে একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে। তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। হামলার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হবে।

এদিকে স্থানীয়দের বরাত দিয়ে প্রতিবেদনে জানায়, ঘটনার পরপরই ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে লুকিয়ে ছিল। পরে সবাই নিরাপদে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। নিহতদের শেষকৃত্যের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

হামলার ঘটনাকে ‘দুঃখজনক’ আখ্যায়িত করেছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা মাইকেল ম্যাকক্যাবে।

Link copied!