• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৫


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ০৪:০৭ পিএম
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৫

যুক্তরাষ্ট্রে কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার শহরে চারজনকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। এ সময় বন্দুকযুদ্ধে পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু হয়।

নিউইয়র্ক টাইমস জানায়, স্থানীয় সময় সোমবার বিকেলে এই গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ আরও তিনজন আহত হন।

তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন হামলাকারীর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। ডেনভারের পুলিশ প্রধান পল এম পাজেন এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, “ছুটির দিনগুলোতে এই ধরনের সহিংসতা একেবারেই কাম্য নয়।”

পাজেন জানান, স্থানীয় সময় সোমবার বিকাল ৫টার পর থেকে গোলাগুলি শুরু হয়। কলোরাডোর রাজধানী ডেনভারে এবং তার কাছাকাছি বেশ কয়েকটি স্থানে সহিংসতার ঘটনা ঘটে।

সেন্ট্রাল ডেনভারে দুই নারী নিহত ও একজন পুরুষ আহত হয়েছেন। কয়েক ব্লক দূরে আরেকজন ব্যক্তিকে গুলি করে হত্যা করে হামলাকারী। এ সময় সন্দেহভাজন হামলাকারীর সঙ্গে পুলিশ কর্মকর্তাদের বন্দুকযুদ্ধ হলে ঘটনাস্থলেই সে মারা যায়।

তবে বন্দুকধারীর উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Link copied!