• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

যুক্তরাষ্ট্রে টর্নেডোতে শতাধিক মৃত্যুর আশঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১, ০৫:১৫ পিএম
যুক্তরাষ্ট্রে টর্নেডোতে শতাধিক মৃত্যুর আশঙ্কা

যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যে আকস্মিক টর্নেডোতে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গভর্নর অ্যান্ডি বেসিয়ারের বরাতে এই খবর জানিয়েছে বিবিসি।

বেসিয়ার জানান, রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই টর্নেডোতে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে তাণ্ডব চালিয়েছে ঝড়টি। এরই মধ্যে বিভিন্ন অঞ্চলে জারি হয়েছে জরুরি সতর্কতা।

টর্নেডোর মাঝে ইলিনয়তে আমাজন কোম্পানির গুদামের ছাদ ধসে পড়ায় আটকা পড়েছেন শ্রমিকরা। এছাড়া ক্রেইগহেড কাউন্টির বিচারক মারভিন ডে অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, আরকানসাসের একটি স্বাস্থ্যকেন্দ্র আংশিক ধসে পড়ায় অন্তত একজনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়েছেন প্রায় ২০ জন।

প্রায় ৯০ মিনিট ধরে বিল্ডিংয়ের ধ্বংসস্তূপ পরিষ্কার করে উদ্ধারকারী দল। টর্নেডোর কারণে অনেক এলাকার বাসিন্দারা বাড়ির নিচের বেজমেন্টে আশ্রয় নেন।

বিবিসি জানায়, স্থানীয় সময় শুক্রবার রাতে আঘাত হানে টর্নেডো। এতে কতজন লোক হতাহত হয়েছেন, তা এখনো স্পষ্ট নয়।

Link copied!