মেক্সিকোয় ট্রাক দুর্ঘটনায় ৫৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশত।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় হতাহতদের মধ্যে বেশির ভাগই অভিবাসনপ্রত্যাশী বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
বিবিসি জানায়, ট্রাকটি বাঁক নেওয়ার সময় একটি ব্রিজের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকচালক দ্রুত গতিতে চলছিল। চিয়াপা ডি করজো শহরের সঙ্গে রাজ্যের রাজধানী টাক্সটলা গুতেরেজের সংযোগকারী হাইওয়েতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
চিয়াপাস রাজ্যের সিভিল প্রোটেকশন এজেন্সির প্রধান লুইস ম্যানুয়েল বলেন, “মেক্সিকোর ইতিহাসের ভয়াবহ দুর্ঘটনা এটি। এতে ৫৮ জন আহত হয়েছেন। যার মধ্যে কয়েকজন গুরুতর জখম হয়েছেন।”
ম্যানুয়েল আরও বলেন, “হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ট্রাকের বেশির ভাগ যাত্রীই অভিবাসনপ্রত্যাশী, যারা হন্ডুরাস থেকে এসেছেন।”