• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

মুম্বাইতে লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২২, ০৭:২৬ পিএম
মুম্বাইতে লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন

যার সুরেলা কণ্ঠে মেতেছিল কোটি মানুষের মন, সেই সুরের সম্রাজ্ঞী আজ বিদায় নিলেন সবাইকে কাঁদিয়ে। রোববার সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে শেষকৃত্য সম্পন্ন হয় লতা মঙ্গেশকরের।

হিন্দুস্তান টাইমস জানায়, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। উপমহাদেশের সংগীতের মহাতারকাকে চিরবিদায় জানাতে সেখানে হাজির হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও চলচ্চিত্র ও সংগীতাঙ্গনের রথী-মহারথীরা।

ভারতে সরস্বতী পুজোর পরদিনই প্রয়াত হলেন ‘সুরের সরস্বতী’ লতা। বিকেলে তাঁর মরদেহ শিবাজি পার্কে পৌঁছালে ঢল নামে দর্শনার্থী ও ভক্তদের। জনসমুদ্র নিয়ন্ত্রণে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।

সকল আনুষ্ঠানিকতার মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন হওয়ার তথ্য নিশ্চিত করেছেন পুরনিগমের কমিশনার ইকবাল সিং চাহাল।

এর আগে লতার প্রয়াণের খবরে সমবেদনা জানিয়ে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে ভারত সরকার।

তাঁর আত্মার শান্তি কামনা করে শোক বার্তা দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।

Link copied!