• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

মিয়ানমারে আগুনে পুড়িয়ে ও গুলি করে ১৩ জনকে হত্যা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১, ০১:৪৯ পিএম
মিয়ানমারে আগুনে পুড়িয়ে ও গুলি করে ১৩ জনকে হত্যা

মায়ানমারের একটি গ্রামে ১৩ জনকে হত্যা করার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে। এদের মধ্যে মঙ্গলবার (৯ ডিসেম্বর) ১১ জনের আগুনে পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বিবিসি জানায়, মনিওয়া শহরের এই ঘটনা ঘটে। সেনাশাসনবিরোধী স্থানীয় বিদ্রোহীরা সামরিক গাড়িবহরে বোমা হামলা চালানোর জেরে এই হত্যাকাণ্ড ঘটনো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিক্ষোভের পর সেনাবাহিনী আশেপাশের গ্রামগুলোকে ঘিরে ফেলে এবং ছয়জন পুরুষ ও পাঁচ কিশোরকে হত্যা করে। যদিও এ ঘটনায় সামরিক জান্তা সরকার এখনো কোনো মন্তব্য করেনি।

উদ্ধার হওয়া মৃতদেহগুলোর হাত বাঁধা ছিল। গুলি করে হত্যার পর তাদের শরীরে আগুন দেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর এলাকাটিতে সেনা সরকারবিরোধী বিদ্রোহী বাহিনী গড়ে তোলা হয়। এই বাহিনীর সঙ্গে কয়েক মাস ধরেই নিরাপত্তা বাহিনীর লড়াই চলছে।

 

Link copied!