• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১২৯


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ০৯:২৭ এএম
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১২৯

মালয়েশিয়ায় ১২৯ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

সোমবার (২২ নভেম্বর) রাতে দেশটির বালাকং শহরে যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দেশটির অভিবাসন বিভাগ জানায়, গ্রেপ্তার হওয়া অভিবাসীদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও নেপালের শ্রমিক রয়েছেন।

ইমিগ্রেশনের পরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ জানান, রাত ৮টার দিকে অভিযান শুরু হয়। এ সময় আটক করা হয় কারখানায় কর্মরত ২০-৪৯ বছর বয়সী ১১০ জন পুরুষ ও ১৯ নারীকে।

আটকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ইমিগ্রেশনের পরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ।

খায়রুল দাজাইমি জানান, ধারা ৬(১)(সি) অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর অধীনে অবৈধ শ্রমিক রাখার দায়ে নিয়োগকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং  ৫ হাজার রিঙ্গিত করে জরিমানা করা হবে।

অভিযানের সময় পাঁচ বিদেশি কর্মীকেও পাওয়া গেছে। মেলাকাতে একটি কোম্পানির অধীনে নিবন্ধিত একটি অস্থায়ী কাজের পাস (পিএলকেএস) আছে, কিন্তু তারা সেলাঙ্গরে কাজ করে বলে জানান ইমিগ্রেশনের পরিচালক।

Link copied!