ইউক্রেনে রাশিয়ার আক্রমণের আশঙ্কায় আগামী দুই দিনের মধ্যে রাজধানী কিয়েভ থেকে সব সরকারি কর্মচারিকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এই খবর জানিয়েছে।
স্থানীয় সময় শনিবার সকালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনে অবস্থানরতদের জন্য বিশেষ নির্দেশনা জারি করে। ঘোষণাতে বলা হয়, বেশিরভাগ মার্কিন কর্মচারী কে কিয়েভের দূতাবাস ছাড়তে হবে, যদিও জরুরি কাজে কয়েকজন সেখানে থাকতে পারবেন।
পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোর মার্কিন কূটনৈতিক অঞ্চল ও দূতাবাসের কাছাকাছি অবস্থিত। তাই অনেক মার্কিন কর্মীকে সেখানে স্থানান্তরিত করা হচ্ছে বলে সিবিএসকে জানান এক কর্মকর্তা।
যদিও পরবর্তী নির্দেশনায় মার্কিন নাগরিকদের ওই এলাকায় ভ্রমণ না করার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি যারা এখনও সেখানে রয়ে গেছেন তাদের অবিলম্বে যুক্তরাষ্ট্রে ফিরে আসতে আহ্বান জানানো হয়।
বিশ্বস্ত সূত্রের বরাতে সিবিএস নিউজ জানায় কিয়েভের মার্কিন দূতাবাসে ৭ হাজার কর্মী নিবন্ধিত আছেন। তবে এই মুহূর্তে সেখানে ৩০ হাজারের বেশি মার্কিন নাগরিক অবস্থান করতে পারেন।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য বলছে রাশিয়া বুধবারের মধ্যে ইউক্রেন আক্রমণকরতে পারে রাশিয়া। তাই অবিলম্বে নাগরিকদের নিরাপদে সরিয়ে আনার প্রচেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন।