• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

মারিউপোলের রাস্তায় লাশের সারি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১১, ২০২২, ১০:২২ এএম
মারিউপোলের রাস্তায় লাশের সারি

রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেনের মারিউপোল। শহরের রাস্তায় রাস্তায় লাশের সারি। একদিকে মৃতদেহের সারি, অন্যদিকে কর্মী সংকটের জেরবার মারিউপোলের প্রশাসন স্থানীয় একটি কবরস্থানের কাছে ৭৫ ফুট লম্বা ওই পরিখা কাটিয়েছে। তাতে নিহত সৈনিক এবং সাধারণ মানুষ—সবাইকে গণকবর দেওয়া হচ্ছে।

ইউক্রেনে ১৫ দিন ধরে হামলা চালাচ্ছে রুশ সেনাবাহিনী। কিয়েভ, খারকিভ, সুমি, মারিউপোলের মতো শহরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার মারিউপোলের একটি হাসপাতালে বোমাবর্ষণ করে রাশিয়া। তাতে এক শিশুসহ তিনজন নিহত হন। আহত অন্তত ১৭। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে।

লাগাতার হামলায় মারিউপোল এখন মৃত্যুপুরী। শহরের ডেপুটি মেয়র সের্গেই ওরলোভ বলেছেন, “অন্তত ১ হাজার ৩০০ জন মারা গিয়েছেন এই শহরে। তবে আসল সংখ্যাটা এর তিন, চার গুণ বেশি হতে পারে। বোমা আর ক্ষেপণাস্ত্রে নিহতদের অনেকের দেহ পড়ে রয়েছে রাস্তায়। আমরা গুনে উঠতে পারছি না।” 

সের্গেই ওরলোভ জানান, শহরে বিদ্যুৎ, পানির লাইন বিচ্ছিন্ন। প্রাণ বাঁচাতে বেশির ভাগ মানুষ এখন বম্ব শেল্টার আর মাটির তলায় মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছেন।

Link copied!