দক্ষিণ ইউক্রেনের মাইকোলাইভ এলাকায় একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে রাশিয়া। এতে বহু ইউক্রেনীয় সেনার হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (১৮ মার্চ) এ হামলা চালানো হয়। শনিবার (১৯ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সুইডেনের এক্সপ্রেসেন পত্রিকার ফটোসাংবাদিক ও সিএনএনের প্রতিনিধি ম্যাগনাস ফাল্কেহেড হামলার ঘটনা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার স্থানীয় সময় ভোর ছয়টায় হামলা চালানো হয়। এতে দুটি ভবন বিধ্বস্ত হয়ে গেছে।
ম্যাগনাস ফাল্কেহেড বলেন, “দুইটি রুশ যুদ্ধবিমান ৫টি বোমা ফেলেছে। এতে সামরিক ঘাঁটির বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়ে গেছে।”
মাইকোলাইভ অঞ্চলের প্রশাসনিক প্রধান ভিটালি কিম জানান, এখনো উদ্ধার অভিযান অব্যাহত। অভিযান শেষে হতাহত ও ক্ষয়ক্ষতির হিসাব জানা যাবে।
এর আগে ইউক্রেনে প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা স্বীকার করে রাশিয়া। শনিবার পশ্চিম ইউক্রেনে সেনাদের সরঞ্জাম রাখার একটি গুদামে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
পশ্চিম ইউক্রেনে আঘাত করা রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ৫ গুণ দ্রুত গতিসম্পন্ন। এ অস্ত্র প্রতি সেকেন্ডে এক মাইল দূরত্ব অতিক্রম করতে সক্ষম।