করোনার প্রকোপে সংকটে পড়েছে গোটা বিশ্বের অর্থনীতি। পর্যটন, জ্বালানি, আবাসান থেকে শুরু করে অনেক খাতেই লোকসানে পড়েছেন ব্যবসায়ীরা। তবে এক্ষেত্রে ব্যতিক্রম ছিল অস্ত্রের ব্যবসা।
গেল বছর অস্ত্রের কেনাবেচা বেড়েছে বিশ্বজুড়েই। গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের পরিসংখ্যানে উঠে এসেছে এই তথ্য।
২০২০ সালে বিশ্বের অর্থনীতি প্রায় তিন শতাংশ হ্রাস পেলেও অস্ত্রের ব্যবসা বেড়েছে এক দশমিক তিন শতাংশ। অস্ত্র উৎপাদনকারী প্রায় প্রতিটি দেশই করোনাকালে ব্যবসায় লাভ করেছে।
জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে জানায়, বিশ্বের প্রথম সারির ১০০টি অস্ত্র প্রস্তুতকারক সংস্থা ২০২০ সালে ৫৩১ বিলিয়ন ডলার লাভ করেছে। যা বেলজিয়ামের মতো দেশের সার্বিক অর্থনৈতিক পরিকাঠামোর চেয়েও বড়।
গত এক বছরে বিশ্বের মোট অস্ত্রের ৫৪ শতাংশই তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ৪১টি প্রতিষ্ঠান। ভারতের চারটি প্রতিষ্ঠানও উঠে এসেছে প্রথম সারির অস্ত্র বিক্রেতার তালিকায়। অস্ত্র কেনাবেচার অগ্রগতিতে দক্ষিণ কোরিয়াকে ছুঁয়েছে ভারত। এদিকে এশিয়ায় অস্ত্রের বাজারে ১৩ শতাংশের বেশি অস্ত্র তৈরি করেছে চীনের প্রতিষ্ঠানগুলো।
তবে যুক্তরাষ্ট্র আর চীনের আধিপত্যের কারণে অস্ত্রের ব্যবসায় কিছুটা লোকসানে পড়েছে রাশিয়া ও ফ্রান্স। অন্যদিকে বিশ্বের মোট উৎপাদনের ২১ শতাংশ অস্ত্র তৈরি করেছে ইউরোপের দেশগুলো। এদের মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র তৈরি করেছে যুক্তরাজ্য ও জার্মানি।