• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

মধ্যরাতে বাড়ি ভেঙে ঢুকল গাড়ি,দুর্ঘটনায় নিহত ৪


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৩:৫৮ পিএম
মধ্যরাতে বাড়ি ভেঙে ঢুকল গাড়ি,দুর্ঘটনায় নিহত ৪

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহে ভয়াবহ এক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। মাঝরাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সড়কের পাশে বাড়িতে ঢুকে পড়লে মৃত্যু হয় চারজনের।

হিন্দুস্তান টাইমস জানায়, এতে এক দম্পতিসহ গাড়ির চার যাত্রীর মৃত্যু হয়েছে একসঙ্গে। তবে বাড়ির ভেতরে বাসিন্দাদের কেউ হতাহত হননি। মর্মান্তিক এ দুর্ঘটনা ব্যাপক আলোড়ন ফেলেছে জেলায়।

পুলিশ জানায়, যাত্রীবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ভিতরে ঢুকে উল্টে যায় যায়। এতে ঘটনাস্থলেই তিনজন যাত্রী মারা যান। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যু হয়েছে আরেকজনের।

কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ধাক্কা দিলে প্রচণ্ড শব্দ হয়। গাড়ির ভেতর থেকে যাত্রীরা চিৎকার করতে থাকেন। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি।

নিহতদের সবাই মালদহের হবিবপুরের বাসিন্দা। তবে মাঝরাতে তাঁরা কোথায় যাচ্ছিলেন বা কি কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে‌ সে ব্যাপারে কোন তথ্য পায়নি পুলিশ।

Link copied!