• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ভারতে হেলিকপ্টার বিধ্বস্তে নিহতদের পরিচয় প্রকাশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১, ০৩:১৬ পিএম
ভারতে হেলিকপ্টার বিধ্বস্তে নিহতদের পরিচয় প্রকাশ

বুধবার (৮ ডিসেম্বর) তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যান ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াত। এ দুর্ঘটনায় বিপিন রাওয়াতের স্ত্রীসহ আরও ১২ জনের মৃত্যু হয়।

প্রাথমিকভাবে নিহতদের মাত্র তিনজনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছিল। আগুনে পুড়ে যাওয়ায় বাকি আরোহীদের ডিএনএ শনাক্তকরণের প্রয়োজন পড়ে।

হিন্দুস্তান টাইমস জানায়, শনিবার নিহত সবার পরিচায় শনাক্তের পর পরিবারের হাতে মরদেহ তুলে দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী ছাড়াও রয়েছেন বিমানবাহিনীর কমান্ডার পি এস চৌহান, জুনিয়র ওয়ারেন্ট অফিসার আরাক্কাল প্রদীপ, স্কোয়াডর্ন লিডার কুলদীপ সিং, জুনিয়র ওয়ারেন্ট অফিসার রাণা প্রতাপ দাস, ল্যান্সনায়েক বি সাই তেজা, ল্যান্সনায়েক বিবেক কুমারসহ কয়েকজন কর্মকর্তা।

দিল্লি থেকে আকাশপথে মরদেহ পাঠানো হবে তাঁদের বাড়িতে। এরপর যথাযথ সম্মানের সঙ্গে শেষকৃত্য সম্পন্ন করবে ভারতীয় বিমানবাহিনী। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রয়াত কর্মকর্তাদের পরিবারকে ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন।

Link copied!