ভারতে হিজাব বিতর্কের মাঝেই এবার শ্রেণীকক্ষে নামাজ পড়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। হিন্দুস্তান টাইমস জানায়, মধ্যপ্রদেশের ডক্টর হরিসিংহ গৌর সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর নামাজ পড়াকে কেন্দ্র করে তোলপাড় সৃষ্টি হয়েছে সেখানে।
সম্প্রতি ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, ক্লাসের মধ্যে হিজাব পড়ে নামাজ পড়ছেন একজন ছাত্রী। এ নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করেন সামাজিক মাধ্যমে।
এরপর হিন্দু জাগরণ মঞ্চ ভিডিওটি শেয়ার করতেই বিতর্কের শুরু হয়। শ্রেণীকক্ষে ধর্মীয় আচার পালন নিয়ে আপত্তি জানায় তারা।
হিন্দু জাগরণ মঞ্চের সভাপতি উমেশ সরাফ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মধ্যে নামাজ পড়ার বিরোধিতা করে প্রতিবাদ জানিয়েছেন। এই অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নীলিমা গুপ্তাও জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর ধর্মীয় আচার পালন করা যাবে না। এতে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এর আগে জানুয়ারিতে কর্ণাটকের উদুপি জেলার পিইউ সরকারি বালিকা কলেজে ছয়জন মুসলিম ছাত্রীকে হিজাব পরার কারণে শ্রেণিকক্ষে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। ছাত্রীদের ক্লাসে হিজাব পরার বিষয়ে আপত্তি জানায় স্থানীয় ডানপন্থী বিভিন্ন গোষ্ঠী।
রাজ্যের অন্যান্য এলাকাতেও হিজাব পরার বিরুদ্ধে গেরুয়া ওড়না পরে অনেক শিক্ষার্থী অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের দাবি তোলে তারা।
শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করে শিক্ষার্থীরা। গত ১৫ মার্চ কর্ণাটকের কলেজে হিজাব পরতে বাধা দেওয়াকে কেন্দ্রে করে শিক্ষার্থীদের আবেদন খারিজ করে দিয়েছেন রাজ্যের উচ্চ আদালত।