ওমিক্রনের প্রকোপে ভারতে আবারও লাগামছাড়া করোনার প্রকোপ। গত ২৪ ঘণ্টায় প্রায় এক লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে তিন শতাধিক।
গত বছরের জুন মাসের পর এটিই দেশটির সর্বোচ্চ দৈনিক সংক্রমণের রেকর্ড। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন। গতকালের তুলনায় যা ৫৫ শতাংশ বেশি। বুধবার নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৫৮ হাজার ৯৭।
এর মাধ্যমে ওমিক্রন আক্রান্ত ২ হাজার ৬৩০ জন। সবচেয়ে বেশি মহারাষ্ট্রে ৭৯৭ জন ও দিল্লিতে ৪৬৫ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়।
এরই মধ্যে করোনার দ্রুত সংক্রমণশীল রূপ ওমিক্রন ছড়িয়ে পড়েছে ভারতের ২৬ রাজ্যে। ওমিক্রনের সংক্রমণে দেশটিতে প্রথম মৃত্যু হয়েছে রাজস্থানের ৭৩ বছর বয়সী এক ব্যক্তির। সরকারি তথ্য অনুসারে ওই ব্যক্তি সম্পূর্ণরূপে টিকা নিয়েছেন এবং তার বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই।
এ সপ্তাহে দেশটিতে করোনা পরীক্ষায় সংক্রমণের হার ছিল ৩ দশমিক ৪৭ শতাংশ। আর দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৪৩ শতাংশে। সুস্থতার হার বর্তমানে ৯৭ দশমিক ৮১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় অন্তত ১৯ হাজার ২০৬ জন সুস্থ হয়েছেন।
এই মুহূর্তে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ৪০১ জন। করোনার প্রকোপ বাড়তে থাকায় বেশ কয়েকটি রাজ্য নৈশ কারফিউসহ বেশ কিছু বিধিনিষেধ ঘোষণা করেছে।